জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রথমদিনে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করছে দলটি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির প্রথমদিনে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করছে দলটি।
এর আগে গত ২৮ আগস্ট ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে জামায়াত। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্ট শহীদ, আহত ও পঙ্গু ভাই-বোনদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করেন মহানগরের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে দুপুর ১টায় উত্তরা আইইএস স্কুল মসজিদে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সূত্রমতে, জামায়াতের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে— ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ; ৮ থেকে ১৫ জুলাই-জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হবে রংপুরে। ১৯ জুলাই জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ করবেন।
২০ থেকে ২৪ জুলাই, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম করা হবে। ২৫ থেকে ২৮ জুলাই, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৯ থেকে ৩০ জুলাই মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা হবে। ১ আগস্ট জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন) এবং ১-৩ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে।
৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি। একইসঙ্গে রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবে দলটির নেতাকর্মীরা। এছাড়া ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে