প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। প্রায় এক মাস পর মঙ্গলবার নতুন করে এ গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এতে বলা হয়, “জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা অনুযায়ী সচিবালয় এবং যমুনা ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।”
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকা হিসেবে বিজ্ঞপ্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোডের কথাও বলা হয়েছে।
পুলিশ কমিশনার ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এ নিষেধাজ্ঞা জারি করেন। ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আগে গত ৯ জুন, তার আগে ১০ মে এবং তারও আগে ১৩ মার্চ গণবিজ্ঞপ্তিতে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।
এই নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।