এবার এক ইউনিয়ন বিএনপি নেতারা বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত করে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নের সহকারী সেক্রেটারি মোঃ আহসান হাবিব তার মাস্টার্সের ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে একটি ফাজিল মাদরাসার সভাপতি হওয়ার চেষ্টা করেছেন।
বেগুনবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য তিনি এই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আজাদির ডাক অনুসন্ধানী টিম ইউজিসির সাথে যোগাযোগ করে।
ইউজিসি সূত্রে জানা যায়, বিএনপি নেতা মোঃ আহসান হাবিব ‘এমএসসি ইন ম্যাথম্যটিক্স’ সার্টিফিকেট নিয়েছেন ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ নামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। ইউজিসি বিভিন্ন অনিয়মের জন্য ২০০৬ সালে এই ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
আজাদির ডাক টিমের অনুসন্ধানে ধরা পড়ে ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’র প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কর্তৃক এমএসসি ইন ম্যাথম্যটিক্স নামে কোন ধরণের কোর্স চালু করার অনুমোদন দেওয়া হয়নি এবং এমএসসি ইন ম্যাথম্যটিক্স নামে কোন ধরণের একাডেমিক কার্যক্রম চালু ছিল না। সুতরাং দিবালোকের ন্যায় প্রতীয়মান যে, ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা’ র এমএসসি ইন ম্যাথম্যটিক্স সার্টিফিকেট দেওয়ার কোন সুযোগ নেই বরং তিনি জালিয়াতি করে ভুয়া ‘এমএসসি ইন ম্যাথম্যটিক্স’ সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং উক্ত ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে বেগুনবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসা বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ধরণের জাল সার্টিফিকেট ব্যবহার করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হওয়া তো দূরের কথা তার বিরুদ্ধে বরং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার মতো ঐতিহ্যবাহী মাদরাসা পরিচালনায় জাল সার্টিফিকেট ব্যবহারের সংবাদে বেগুনবাড়িসহ ঠাকুরগাঁও-এ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিভাবকরা হতাশা প্রকাশ করেছেন। সাবেক ছাত্ররা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মোঃ আহসান হাবিব সভাপতি হলে তারা মেনে নেবেন না, প্রয়োজনে বেগুনবাড়ি ফাজিল মাদরাসার মর্যাদা ও মান রক্ষার্থে তারা এলাকাবাসীকে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন।