জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ কি শুধুই আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? এই ধারণা ভুল। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে আমরা কর্মসূচি করবো। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াবো, তাদের সমস্যা শুনবো, এবং বিকল্প রাজনৈতিক ভাবনা তুলে ধরবো।
তিনি বলেন, আমরা গণমানুষের কথা বলি, দেশের সার্বিক উন্নয়ন চাই। তাই শুধু শহরে নয়, গ্রামের ঘরে ঘরে গিয়ে আমাদের বক্তব্য পৌঁছে দেবো। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে সকলে মিলে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় শহীদ রফিক চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় আরও মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এ্যাড. এ এইচ এম মাহফুজ, এ্যাড. আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ শাখার আহ্বায়ক ওমর ফারুকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।