জামায়াতে ইসলামী নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে সচেতন ও সজাগ জনগণ তৈরি হয়েছে বাংলাদেশে ৷ শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চলা জাতীয় সেমিনারে তিনি এই কথা জানান।
‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াত এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে গোলাম পরওয়ার বলেন, চব্বিশের জানুয়ারি থেকেই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে সাধারণ মানুষ। জুন থেকেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।