বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোহেল তাজের তত্ত্বাবধানে কিছু সমন্বয়ক, মিডিয়া হাউজ এবং সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছে। আপাতত নির্বাচনে সরাসরি সমর্থন না দিলেও তারা আওয়ামী লীগের অপরাধ ও ব্যর্থতাকে লঘু করে জনমনে “পরিশুদ্ধ” ভাবমূর্তি গড়ার কাজে লিপ্ত।
এ লক্ষ্যে:
মিডিয়ায় নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে,
বিএনপি ও জামায়াতকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে,
এনসিপির আর্থিক তথ্য ফাঁস হচ্ছে,
ছাত্রলীগের দায় লঘু করে উপস্থাপন চলছে।
সম্প্রতি কিছু কার্টুনিস্ট ও সাংস্কৃতিক কর্মীকেও এই প্রক্রিয়ায় যুক্ত হতে দেখা গেছে। ঢাবিতে ছাত্র ইউনিয়নের প্রদর্শনী ও “JuLie” লেখা কার্টুন এই অপারেশনের অংশ বলেও জানা গেছে।