ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর জন্য দোয়া করেন।
হাসপাতালে সাক্ষাৎকালে মুফতি ফয়জুল করিম জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। জামায়াত নেতৃবৃন্দ তাঁর এ সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আল্লাহর কাছে তাঁর জন্য উত্তম প্রতিদানের দোয়া করেছেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং মহান আল্লাহর অশেষ রহমতে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
জামায়াত আমির দেশবাসীর কাছে তাঁর জন্য আন্তরিক দোয়ার অনুরোধ জানিয়েছেন।