বঙ্গোপসাগরে শুরু হয়েছে রুপালি ইলিশের মৌসুম। গভীর সাগরে জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, ফলে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা, আলীপুর ও মহিপুরের মতো বড় মাছের মোকামগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
গত দুই দিনে এসব মোকামে হাজার মণ ইলিশ বিক্রি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আড়তদাররা। প্রতিদিন গড়ে ৪৫-৫০ টন ইলিশ সরবরাহ হচ্ছে মোকামে।
ছোট সাইজের ইলিশ প্রতিমণ ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে বড় সাইজের ইলিশের দাম এখনো তুলনামূলকভাবে বেশি থাকায় তা কিছুটা সীমিতভাবে বাজারে আসছে।
জেলে, ট্রলার মালিক, আড়তদার ও পাইকারদের মাঝে দেখা গেছে সন্তুষ্টি ও উৎসবমুখরতা। মৌসুম জুড়ে এই ধারাবাহিকতা বজায় থাকলে উপকূলীয় অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।