সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। ইংল্যান্ডের পুলিশের তদন্তের মুখে এই ব্যাটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফরে কোনো এক ঘটনায় হায়দারের ওপর অভিযোগ আনা হয়েছে। এজন্য পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। অভিযোগের ধরন নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
পাকিস্তান ‘এ’ দলের ইংল্যান্ড সফর শেষ হয়েছে গত ৫ আগস্ট। সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলেছে সফরকারীরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করলেও পুলিশি হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তদন্ত চলাকালীন এই ক্রিকেটারকে পূর্ণ আইনি সহায়তা দেবে পিসিবি।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পিসিবি ম্যানচেস্টার পুলিশের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন এবং সম্মান জানাচ্ছে। সেই সঙ্গে এই তদন্তকে নিজস্ব গতিতে চলার গুরুত্ব স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া চলাকালীন দরকার হলে হায়দারকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শেষে পিসিবি নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’