ইরান সরকার আনুষ্ঠানিকভাবে চীন থেকে ৪০টি অত্যাধুনিক J-10C স্টেলথ ফাইটার জেট গ্রহণ করেছে। এই উন্নত যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক শক্তি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
J-10C ফাইটার জেট হলো চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান, যা রাডার এভাসন প্রযুক্তি, আধুনিক অস্ত্র বহন এবং উচ্চমানের মিশন সক্ষমতার জন্য পরিচিত।
এই চুক্তিকে ইরান-চীন প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।