টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না।
জুলাইয়ের শহীদান, পিলখানা ট্র্যাজেডি, হাসিনা সরকারের বিচারিক হত্যাকাণ্ড, গুম-খুন এবং আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ওপর পরিচালিত গণহত্যায় শহীদদের স্মরণ করে তিনি বক্তব্য শুরু করেন।
তিনি জুলাই মাসে নানা মত, পথ ও পরিচয়ের নারীদের সাহসী ভূমিকা তুলে ধরেন এবং জুলাইয়ের প্রত্যাশা ও অপ্রাপ্তিগুলো স্মরণ করিয়ে দেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন—শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরিক্ষেত্রে এখনো ইসলামোফোবিয়া বিদ্যমান, ট্যাগিং ও মব সন্ত্রাস বন্ধ হয়নি, এবং জনগণকে অন্ধকারে রেখে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে।
নারীবাদী স্বার্থান্বেষী গোষ্ঠীর বক্তব্যের বাইরে গিয়ে দেশের সকল শ্রেণি-পেশা ও পরিচয়ের নারীদের বাস্তবতার আলোকে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
জুলাইয়ের প্রত্যাশা পূরণে দেশ গঠনের কাজে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার এই নেত্রী।