সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৫১ সদস্যের এ আহবায়ক কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী রাজু শেখ। তার বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে। রাজুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত এ কমিটিতে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন রাজু।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা রাজু শেখ পেয়েছেন যুগ্ম আহবায়কের পদ। খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবি নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি লেখেন, ‘রেডি হয়ে লাভ নেই, আমরা আপনাকেও চাইনা, মানুষ এতো বলদ নাহ।’
ছাত্রদলের একটি সূত্র বলছে, গত ৫ আগস্টের পর রাজু শেখ তার ফেসুবকে এই পোস্টটি দেন। তার মতো বির্তকিত এমন একজনকে ছাত্রদলে পদ দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজু শেখ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার ছবি দিয়ে ফেইক আইডি খুলে কেউ হয়তো এই পোস্ট করেছে। আমার নিজের আইডি দিয়ে আমি কোন ধরনের পোস্ট দেয়নি। আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আমাকে কেউ ফাসানোর চেষ্টা করছে। ৫ আগস্টের পরে আমি রাজনীতিতে এসেছি, এর আগে আমি রাজনীতিতে ছিলাম না।’