পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এ সপ্তাহে উচ্চপর্যায়ের সফরে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কয়েক মাস আগেই তিনি বিরলভাবে হোয়াইট হাউসে অতিথি হয়েছিলেন—যা সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের জন্য সংরক্ষিত থাকে।
যদিও পাকিস্তানি সেনা মুখপাত্ররা তার রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নাকচ করেছেন, বিশ্লেষকদের মতে এই সফরের কূটনৈতিক তাৎপর্য স্পষ্ট। যুক্তরাষ্ট্র এমন সময়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, যখন শুল্ক ও কূটনৈতিক টানাপোড়েনে ভারত চাপের মধ্যে রয়েছে।
এর আগে পাকিস্তান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলাকে ‘নিশান-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়। ধারাবাহিক এই উচ্চপর্যায়ের সফরকে অনেক বিশ্লেষক ভারতকে উদ্দেশ্য করে একটি কড়া বার্তা হিসেবে দেখছেন।