ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহফুজুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশ ও জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের এ আদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।