পাকিস্তানের হুঁশিয়ারী তোয়াক্কা না করেই ভারত ইন্দাস নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে।
ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ইন্দাস নদীর পানি পাকিস্তানে প্রবাহ বন্ধ করেছে। বাঁধ ও খালের মাধ্যমে নিয়ন্ত্রিত জলপ্রবাহের চারটি প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তান এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল—ইন্দাস নদীর পানি বন্ধ করা হলে তারা তা ‘যুদ্ধ ঘোষণার’ সমতুল্য বলে বিবেচনা করবে।