খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রুবেল আনসারের বিরুদ্ধে এক ছাত্রী অশালীন প্রস্তাব, ব্যক্তিগত প্রশ্ন ও যৌন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে তিনি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে ছাত্রীটি উল্লেখ করেন, অ্যাক্সিডেন্টের কারণে সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারায় তিনি শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে, প্রফেসর রুবেল আনসার প্রায় ৪০-৪৫ মিনিট নানা বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন, “তোমার হাত যদি পরীক্ষার আগে ঠিক না হয় তাহলে আমি ফুঁ দিয়ে ঠিক করে দেব… আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই… আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩.৫০ হয়ে যাবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি। অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।