এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকারী এবং সারাদেশে সর্বোচ্চ ১,২৮৫ নম্বর প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নিবিড় কর্মকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির। শনিবার আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সম্মাননা প্রদানকালে ছাত্রশিবির সভাপতি নিবিড় কর্মকারের অসাধারণ সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়েই একটি দেশ সত্যিকারের উন্নতির পথে এগিয়ে যেতে পারে। ছাত্রশিবির সেই লক্ষ্যকে সামনে রেখে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করছে এবং সমৃদ্ধ ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।