বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, দেশের পুনর্গঠন ও আদর্শিক ভিত্তি সুসংহত করতে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাঙ্গন থেকে নৈতিক ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষ তৈরি করাই হতে হবে আগামী দিনের প্রধান লক্ষ্য। এ জন্য মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

সেমিনারে মাদ্রাসা শিক্ষক, ছাত্র, আলেম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা শিক্ষাব্যবস্থায় সংস্কার, সামাজিক ঐক্য এবং নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।