সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (১৩ আগস্ট) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নাহিদ মাহমুদের কাছ থেকে ১টি ৯ মিমি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি ওয়াকিটকি সেট, ১টি অবৈধ পাসপোর্ট, বেশ কিছু ধারালো অস্ত্র, এবং বিভিন্ন চাঁদা আদায়ের নথি ও রশিদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, গ্রেপ্তার নাহিদ মাহমুদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।