প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, “আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”
গত বছরের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাঈদী ইন্তেকাল করেন। এ দিনকে কেন্দ্র করে জামায়াতের শীর্ষ নেতারা তাঁর মৃত্যুর বিষয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ তোলেন।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাবি করেন, সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং চিকিৎসার মাধ্যমে তাকে ‘হত্যা’ করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও অভিযোগ করেন, প্রিজন সেলে যথাযথ চিকিৎসা না দেওয়ায় তাঁর মৃত্যু হয় এবং মৃত্যুর আগে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের দাবিতে জনতা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে পিরোজপুরে তাঁর গ্রামের বাড়িতে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
ড. আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেন। অনেকেই মন্তব্যে সাঈদীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার আয়োজনের আহ্বান জানান। কেউ কেউ তাঁর জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করেন এবং যারা তাঁর বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের জন্য হেদায়েত বা বিচার প্রার্থনা করেন।