চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে সেখানে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। আজ প্রথম দিনের অনুশীলন শেষে দলের খেলোয়াড় কুলসুম জানালেন তাদের লক্ষ্য— “আমাদের টার্গেট ফাইনাল খেলা। ইনশাআল্লাহ চ্যাম্পিয়নও হব।”
নারী দলের ম্যানেজার মাহমুদা খাতুন মনে করেন, টুর্নামেন্টের আগে ভুটানে পৌঁছানো বেশ কাজে দিয়েছে। তিনি বলেন, “তিন-চার দিন আগে এসেছি, এতে খেলোয়াড়রা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমাদের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগে এসে প্রস্তুতি নেওয়া ভালো হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এখানে প্রচুর বৃষ্টি হয়, আবার রোদ উঠলে খুব গরম পড়ে। এসবের সঙ্গে খাপ খাওয়াতে আমরা আগেই এসেছি। আশা করছি মেয়েরা ভালো করবে।”
উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফ অভিযানে নামবে অনূর্ধ্ব-১৭ নারী দল। এরপর ভারত ও নেপালের সঙ্গে লড়বে মেয়েরা। মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিনিয়র ও বয়সভিত্তিক দলগুলো ইতিমধ্যে সাফ শিরোপা জিতেছে, এবার সেই কৃতিত্ব অর্জনের পালা অনূর্ধ্ব-১৭ দলের।