ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু আবারও বিতর্কের কেন্দ্রে। ২০২৪ সালে দেশটির টেলিকম কোম্পানি “হট”-এর ভিআইপি সার্ভিস লাইনে কল করার সময় তিনি কাস্টমার কেয়ার প্রতিনিধির আরবি নাম শোনার পর তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আবারও একজন সন্ত্রাসী আমার কল ধরলো।”
ঘটনার সময় একই শিফটে কর্মরত অন্যরাও আরব ইসরায়েলি নাগরিক ছিলেন। তাদের বিরুদ্ধে সারা নেতানিয়াহুর এই মন্তব্যকে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে জানা গেছে, ওই কর্মীরা নিয়মিতভাবেই অনুরূপ বৈষম্যের শিকার হয়ে আসছেন।
ফোনকল ফাঁস হওয়ার পর ইসরায়েলি রাজনীতিতে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো একে “আরব নাগরিকদের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া বক্তব্য” হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা নেতানিয়াহু পরিবারের বিরুদ্ধে চলমান বিতর্ক ও সমালোচনাকে আরও জোরালো করবে।