বিবিসি বাংলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ দেশের কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছে যে, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রকাশ্যে প্যানেল ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এ দাবি সঠিক নয়। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, ইসলামী ছাত্রশিবির অতীতেও একাধিকবার ডাকসু নির্বাচনে প্রকাশ্যে প্রার্থী কিংবা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এবং সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

বিশেষ করে ১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৯ ও ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করেছে। শুধু তাই নয়, ১৯৮২ সালের নির্বাচনে শিবিরের নির্বাচনী প্রচারণায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়, যাতে একাধিক নেতাকর্মী হতাহত হন।

অতএব, আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা প্রথমবারের ঘটনা নয়, বরং পূর্বে একাধিকবার এর নজির রয়েছে।