তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রিভিউ শুনানি দ্রুত করার আবেদন জানিয়েছে সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন দাখিল করা হয়। শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
এর আগে ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে অভিন্ন মত গড়ে উঠেছে। তিনি বলেন, এ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে এবং বৈঠকে এর কাঠামো, গঠন ও এখতিয়ার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।