ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্লেক্স (Flex)-এর একটি গুরুত্বপূর্ণ কারখানা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি ছিল অত্যন্ত লক্ষ্যভেদী এবং শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত।
ধ্বংসপ্রাপ্ত কারখানাটিতে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি (Nike), গুগল (Google), লেনোভো (Lenovo) সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি ও ভোক্তা পণ্যের জন্য ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র, স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইস ও কফি মেশিন তৈরি করা হতো। চলতি বছরের এপ্রিল মাসে এই কারখানাটি নতুন করে সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছিল, যা ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির জন্য একটি বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়েছিল।
হামলার সময় কারখানার ভেতরে প্রায় ৬০০ কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সময়ে সতর্ক সংকেত পাওয়ায় সবাই আশ্রয়কেন্দ্রে যেতে সক্ষম হলেও অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনে বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এ ধরনের হামলা কেবল সামরিক অবকাঠামো নয়, বরং ইউক্রেনের অর্থনীতি ও আন্তর্জাতিক ব্যবসায়িক আস্থাকে ধ্বংস করার কৌশল।
এদিকে, ইউক্রেন সরকার ও ফ্লেক্স কর্তৃপক্ষ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।