ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তা হলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি!’’
ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘ঢাকায় যে জনপ্রিয় গণঅভ্যুত্থান ঘটে গেছে, ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ভারতে এমন একজন বাংলাদেশিকে আশ্রয় দেওয়া হয়েছে, যিনি বিবৃতি ও বক্তব্য দিয়ে দুই দেশের মধ্যে সমস্যা তৈরি করছেন।’’
ওয়াইসির এই মন্তব্য ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।