বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ সংস্থা Police Bureau of Investigation (PBI)–এর সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (Addl. IGP) বনজ কুমার মজুমদার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। নতুন তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশি নন, বরং ভারতীয় পাসপোর্টধারী ছিলেন এবং ভারতের ভোটার তালিকায় নাম নিবন্ধিত ছিলেন।
জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পিবিআইয়ের নেতৃত্ব দেন বনজ কুমার। তাকে যখন অতিরিক্ত আইজিপি থেকে পদোন্নতি দিয়ে পিবিআই প্রধান করা হয়, তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তার নাগরিকত্ব নিয়ে লিখিত আপত্তি জানানো হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী সরাসরি “ডিস্টার্ব না করতে” নির্দেশ দেন এবং কোনো প্রশ্ন ছাড়াই তার পদোন্নতি অনুমোদন করেন।
উল্লেখ্য, সে সময় পদোন্নতি, বদলি ও উচ্চপদে নিয়োগ সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে হতো, যেখানে আইন-কানুন প্রায় উপেক্ষিত ছিল।
এখন প্রশ্ন উঠছে—
কীভাবে একজন বিদেশি নাগরিক বাংলাদেশের পুলিশের একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হলেন?
কেন এই তথ্য গোপন করা হয়েছিল?
আর কত অন্ধকার রহস্য লুকিয়ে আছে প্রশাসনের ভেতরে?
এই ঘটনা প্রমাণ করছে, রাষ্ট্রীয় স্বার্থ নয়, রাজনৈতিক ইচ্ছাই ছিল নিয়োগ ও পদোন্নতির মূল মানদণ্ড।