মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের তৈরি নতুন বিলাসবহুল প্রকল্প মেরিনা ডেল্টা ল্যাগুনস রিসোর্ট নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রিসোর্টটিতে ইসরায়েলি ধর্মীয় প্রতীক ‘মেনোরাহ’ নকশা ব্যবহার করা হয়েছে, যা ইহুদিধর্মের অন্যতম প্রধান প্রতীক এবং ইসরায়েল ও মোসাদের জাতীয় প্রতীক হিসেবেও পরিচিত।
সমালোচকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা প্রদর্শন ও ইসরায়েলি পর্যটক আকর্ষণের উদ্দেশ্যে এমন প্রতীক ব্যবহার করা হয়েছে, যা মুসলিমপ্রধান দেশটির জনগণের ধর্মীয় ও জাতীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
বিরোধীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সিসির শাসনামলে মিশরের পররাষ্ট্রনীতি ক্রমশ ইসরায়েলপন্থী হয়ে উঠছে এবং ফিলিস্তিনি ইস্যুতে নীরবতা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন— “এটি কি মিশরের নীতির পরিবর্তনের ইঙ্গিত?”
বিশ্লেষকরা মনে করছেন, এই প্রকল্প মিশর-ইসরায়েল সম্পর্কের উষ্ণতার প্রতীক হলেও অভ্যন্তরীণ রাজনীতিতে সিসি সরকারের জন্য নতুন বিতর্ক তৈরি করেছে।