ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল)-এর চলমান আসরে কিছুটা ফর্মহীন সময় কাটাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচে নিজের চেনা ছন্দে ফেরার সঙ্গে সঙ্গে তিনি নতুন এক কীর্তি গড়ে দিলেন।
অ্যান্টিগা দলের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন সাকিব। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩৩ রানের ইনিংস খেলে সেন্ট কিটস। ব্যাটিং শেষ হওয়ার পর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে হাতের নাগালে থাকা রানগুলো ঠেকানো যায়। মাত্র ২ ওভারে ১১ রান খরচায় তিনি ৩ উইকেট নেন। সপ্তম বোলার হিসেবে বল করতে এসে প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করে বিদায় দেন। এই উইকেটের সঙ্গে সাকিব বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাটিং কীর্তিও অনন্য। ৭ হাজারের বেশি রান করা এই অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৭ হাজার রান এবং ৫০০ উইকেটের ডাবল স্পর্শ করা একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন। সিপিএলে ৪৯৮ উইকেট নিয়ে তিনি খেলা শুরু করেছিলেন। অ্যান্টিগা হয়ে প্রথম চার ম্যাচের তিনটিতে মাত্র এক উইকেট নেন, কিন্তু এবার সেন্ট কিটসের বিপক্ষে ৩ উইকেট নিয়েই ৫০০-এর ক্লাবে প্রবেশ করলেন ৪৫৭তম ম্যাচে। পরে ব্যাট হাতে ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে ফর্মে ফিরে এসেছেন সাকিব।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ খান (৬৬০), দুইয়ে ডোয়াইন ব্রাভো (৬৩১), তিনে সুনিল নারিন (৫৯০) এবং চারে দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির (৫৫৪ উইকেট) রয়েছেন।