সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারাদেশে কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখছে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত “প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় নীতিগত সুপারিশ” শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, প্রযুক্তির অপব্যবহারের কারণে বিভিন্ন স্থানে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। এসব প্রতিরোধে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুইক রেসপন্স টিম মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, “বর্তমানে বাল্যবিয়ের সংজ্ঞা বদলে গেছে। এর পেছনে অন্যতম কারণ মোবাইল ফোন। এই প্রযুক্তির অপব্যবহারে কিশোরীরা প্রেমের ফাঁদে পড়ে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।” এ পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শারমীন মুরশিদ উল্লেখ করেন, জাগো নারী উন্নয়ন সংস্থা, নারী পক্ষ, হিউম্যান রাইটস বাংলাদেশ, সাইবার টিনস ফাউন্ডেশন, মহিলা পরিষদ, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, ব্লাস্ট, ব্র্যাকসহ মোট ২২টি সংগঠন একসঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে। এ উদ্যোগে জড়িত শিক্ষিত তরুণ-তরুণীদের প্রযুক্তির মাধ্যমে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তার মতে, ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে একজন কিশোরী বা নারীকে সহিংসতা থেকে রক্ষা করতে। এজন্য সমাজের প্রতিটি স্তরে আরও দায়িত্বশীল হতে হবে।