কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের এমপিকে ফুল দেওয়া আনিসুল হক রিপন ভূঁইয়া এখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ২৪ আগস্ট উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রিপন ভূঁইয়া দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে রাজনীতি করেছেন। তিনি সাবেক এমপি আব্দুল মতিন খসরু, আবুল হাশেম খান, এম এ জাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি কুমিল্লার এমপি বাহারেরও ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, রিপন ভূঁইয়া এক সময় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে দীর্ঘ সময় আ.লীগের সঙ্গে যুক্ত থাকার পর আবার বিএনপিতে ফিরে এসে সাংগঠনিক সম্পাদক পদে আসীন হয়েছেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সম্রাট অভিযোগ করেন, তাকে জোর করে ফরম জমা দিতে বাধ্য করা হয়েছে। তার দাবি, রিপন বহু বছর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে মিশেছেন এবং এম এ জাহেরের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া জানান, রিপনের আ.লীগপন্থী কার্যকলাপের প্রমাণ তারা জেলা বিএনপির নেতৃত্বের কাছেও দিয়েছেন।
এদিকে ফুল দেওয়ার বিষয়ে আনিসুল হক রিপন বলেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এমপিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এর বাইরে কিছু নয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, রিপন মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবার মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তবে সভাপতি হাজী জসিম উদ্দীন বলেন, জাকির খানকে ফরম জমা দিতে কেউ জোর করেনি। আর আওয়ামী লীগের এমপিকে ফুল দেওয়ার প্রসঙ্গে তার কোনো মন্তব্য নেই।