এশিয়া কাপের আগে বাংলাদেশের চার ব্যাটসম্যানের জন্য র্যাংকিংয়ে খারাপ খবর এসেছে। ওয়ানডে র্যাংকিংয়ে লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের অবস্থান দুই ধাপ পিছিয়ে গেছে।
মিরাজ আগে ৭০তম স্থানে ছিলেন। দুই ধাপ নিচে নেমে এখন ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে ৭২ নম্বরে অবস্থান করছেন এই তারকা অলরাউন্ডার। লিটন ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯তম, সৌম্য ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৮৭ নম্বরে রয়েছেন। তানজিদ হাসান তামিমের রেটিংও ৪৩৭, তাই তার অবস্থানও সৌম্যের সমান।
দেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন সাবেক টাইগার অধিনায়ক। এছাড়া ১০০ ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক।