টেস্ট আর টি-টোয়েন্টিতে যেমন-তেমন, ওয়ানডেতে একটা সময় বাংলাদেশ হয়ে উঠেছিল সমীহ জাগানিয়া। বিশেষ করে ঘরের মাঠে হয়ে উঠেছিল অনেকটাই অপ্রতিরোধ্য। তবে সেই গল্প এখন পুরনো।
শেষ দুই বছরে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সময়টা সুখকর যাচ্ছে না টাইগারদের। শেষ ছয় ম্যাচে হার ছয়টাতেই, শেষ ৩৩ ম্যাচে মাত্র ৯ জয়ের বিপরীতে হার ২৪ ম্যাচে। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিয়ে।
ভারত বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও শান্তদের পারফরম্যান্স ছিল সাদামাটা। এরপর সিরিজ হেরেছে নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ সিরিজে মেলে ধবলধোলাইয়ের তিক্ততা।
এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে। আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে এক ধাপ পিছিয়ে গেছে তারা।
৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ১০ নম্বরে অবস্থান করছেন শান্ত-লিটন দাসরা। বাংলাদেশের উপরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান তো আগে থেকেই আছে ৭ নম্বরে।
র্যাঙ্কিং হালনাগাদ করতে ২০২৪ সালের মে মাসের পর থেকে এক বছরের শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে ৫০ শতাংশ।
শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড উঠে এসেছে দুইয়ে। সমান রেটিং নিয়েও তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে।
ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা শ্রীলঙ্কা চার নম্বরে উঠে এসেছে। ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ৪ পয়েন্ট হারানো দক্ষিণ আফ্রিকা আছে ছয় নম্বরে। আর ৯১ পয়েন্ট নিয়ে আফগানরা আছে সাতে।
২০১৯ সালে বিশ্বকাপ জেতা ইংল্যান্ড নেমে গেছে অষ্টম স্থানে। আর দারুণ ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠে এসেছে।