বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে স্থানীয় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।