ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ (ব্যালট নাম্বার–০৪)-এর প্রার্থিতা বাতিল চেয়ে দায়েরকৃত রিটের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে এস এম ফরহাদ বলেছেন,
“আমার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে আমি তার আইনি উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দল দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালালেও আপনার এই আইনি পদক্ষেপ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ।”
তিনি আরও বলেন,
“বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা। এই যাত্রায় আমরা থামব না, ইনশাআল্লাহ।”
নির্বাচন ঘিরে এস এম ফরহাদের এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। আর সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দু’টি প্যানেলে নির্বাচন করছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল ১০টির মতো।