সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগীর বেডে শুয়ে টিকটক বানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে রোগীর বেডে অভিনয় করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফেসবুকে নেটিজেনরা কড়া সমালোচনা শুরু করেন। প্রথমে “শাল্লার কিং” নামের একটি পেজে ভিডিওটি আপলোড করা হলেও সমালোচনার মুখে পরে তা সরিয়ে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা তারেক মিয়া বলেন, “চিকিৎসা সেবার জায়গায় টিকটক করা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচায়ক। যেখানে মানুষ চিকিৎসার জন্য ভোগান্তি পোহাচ্ছে, সেখানে টিকটক করা একেবারেই অগ্রহণযোগ্য।”
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক রাজিব মিয়া ফেসবুকে লেখেন, “সরকারি হাসপাতাল হয়ে যদি এখানে ফানি ভিডিও বানানো হয়, তাহলে মানুষ স্বাস্থ্যসেবার ওপর আস্থা হারাবে।” তিনি সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের কঠোর নজরদারির আহ্বান জানান।
টিকটক ভিডিওতে স্থানীয় রনি দাশ নামের এক যুবককে দেখা গেছে। তিনি ঘুঙ্গিয়ারগাঁও বাজারের রাই স্টুডিওর মালিক ও “শাল্লার কিং” পেজের অ্যাডমিন। এ বিষয়ে রনি জানান, “হাসপাতালে একটি ভিডিও করেছিলাম, কিন্তু ‘৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’ লেখা পড়ায় ভিডিওটি সরিয়ে ফেলেছি।”
পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার বলেন, “হাসপাতালে এরিয়া না দেওয়ার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। অভিযুক্তদের ডাকা হবে।”
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, “হাসপাতালের ভেতরে টিকটক করা খুবই অনৈতিক। বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিহত করা হবে।”
