
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ আসলে ২০২২ সালের ছাত্রলীগের কবি জসীমউদ্দিন হলের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হয়েছে, দুজন আলাদা ব্যক্তি। ছাত্রলীগ নেতা ফরহাদ হোসাইন নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তিনি শিবিরের ফরহাদ নন, বরং তার হলের ছোট ভাই শিবিরের দায়িত্বে আছেন। নামের মধ্যে পার্থক্যও স্পষ্ট— ছাত্রলীগের নেতার নাম এস এম ফরহাদ হোসাইন, আর শিবিরের সেক্রেটারির নাম শুধু এস এম ফরহাদ। বিভিন্ন ছবি, পুরনো পোস্ট ও ছাত্রলীগের বিজ্ঞপ্তি মিলিয়ে দেখা গেছে, তারা ভিন্ন ব্যক্তি।
