ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, সাম্প্রতিক রিট মামলায় ছাত্রলীগপন্থী একাডেমিক চক্রের সম্পৃক্ততা রয়েছে।
বিশ্বস্ত সূত্রের দাবি অনুযায়ী, রিট দায়েরের পেছনে সরাসরি সহায়তা করেছেন আইন বিভাগের শিক্ষক শাহরিমা তানজিন অর্নি, যিনি ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তাঁর স্বামী, আইন বিভাগের আরেক শিক্ষক মো. আজহার উদ্দিন ভূইয়া রিফাত, ছাত্রলীগের সুপারিশে ২০২৩ সালে আওয়ামী সরকারের আমলে দলীয় কোটায় নিয়োগ পান।
ছাত্রনেতা রাফে সালমান রিফাত মন্তব্য করেছেন—
“ফাঁদটা খুব মেটিকুলাস। মেয়েটা রিট করছে ছাত্রলীগের অর্নির হেল্প নিয়ে, নিঝুম মজুমদারও সহায়তা করেছে। উদ্দেশ্য হলো ঢাবিতে গ্যাঞ্জাম সৃষ্টি করা। ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট কারণে সংঘর্ষের আগুন জ্বলছে। মাথা ঠান্ডা রেখে দৃঢ়ভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে অপটিমাম সমাধান।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আওয়ামী ডিজাইনের অংশ, যাতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে অস্থিরতা তৈরি করে আন্দোলন ও গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করা যায়।