ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সফলভাবে আয়োজন করতে হলে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে মূল বিষয়ের ওপর মনোযোগী হতে হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন প্রসঙ্গে এখন পর্যন্ত দুটি আইনি নোটিশ ও একটি রিট আমরা পেয়েছি। সেগুলো আইনজীবীদের সহায়তায় সমাধানের চেষ্টা চলছে। আজ একজন প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে রিট করেছেন, এ বিষয়েও আমাদের আইনজ্ঞ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।”
তিনি আরও জানান, “আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বড় বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে, যারা প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দিচ্ছেন।”
ড. নিয়াজ আহমদ খান বলেন, “ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, এতে কোনো সন্দেহ নেই। নানা বাধা-বিপত্তি ও মামলা-মোকদ্দমা এসেছে। তবে আমরা অংশীজনদের সঙ্গে নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি। সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”