ডাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ অভিযোগ করেছেন, মন্ত্রীপাড়ার চাপের কারণে তাদের জিএস প্রার্থী মাহিন সরকারকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
জামালুদ্দীন বলেন, মাহিনকে আগে থেকেই দলীয় প্রভাব ও বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এলাকায় নানা রকম ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল, যা হয়তো তিনি সহ্য করতে পারেননি।
তিনি আরও অভিযোগ করেন, শুধু মাহিন নয়, প্যানেলের অন্য প্রার্থীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করার হুমকিও দেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্র দূর থেকে পরিচালিত হলেও তাদের মনোবল ভাঙেনি এবং নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে।
প্যানেলের এজিএস প্রার্থী ফাতেহা শারমিন এ্যানি বলেন, এক ব্যক্তিকে নিয়ে চাপ তৈরি হলেও তারা ভেঙে পড়বেন না। দলীয় লেজুড়বৃত্তির বিরুদ্ধে লড়াই চলমান থাকবে।
