ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ডাকসু এজিএস পদপ্রার্থী নিয়ন মণি ফেসবুকে এক স্ট্যাটাসে অভিযোগ করেছেন, আজ সকালে স্থানীয় বিএনপির একজন নেতা তাকে ফোন দিয়ে ছাত্রদলের প্যানেলকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন।
তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাকে ভোট দেবে, তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অনুরোধ করা যেতে পারে, কিন্তু ছাত্রদলের প্যানেলকেই ভোট দিতে হবে—এটা চাপিয়ে দেওয়ার এখতিয়ার কারো নেই।”
নিয়ন মণি তার স্ট্যাটাসে শামসুন নাহার হলে ছাত্রদলের অতীত কর্মকাণ্ডের সমালোচনাও করেন। তিনি উল্লেখ করেন—
ছাত্রদল নেত্রী মানসুরা আলম শিক্ষার্থীদের ‘সেবাদাসী’ ট্যাগ দিয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে তাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন।
২০০২ সালের ২৩ জুলাই শামসুন নাহার হলের ট্র্যাজেডি।
১৭ জুলাইয়ের সাহসী রাতকে অস্বীকার করে ছাত্রদল হলে কমিটি দেয়।
তিনি আরও লিখেন, শামসুন নাহার হলে ছাত্রদলের প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করলেও “তারা স্পষ্ট উত্তর না দিয়ে নয়ছয় করেছে।”
ব্যক্তিগত অবস্থান জানিয়ে নিয়ন মণি বলেন, “আমি ব্যক্তি নিয়ন মণি হিসেবে আপনাদের অবশ্যই ভোট দেব যদি আপনারা আমার প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেন। কিন্তু এভাবে মেয়েদের ব্যক্তিগত নাম্বারে কল দিয়ে পুরো প্যানেলকে ভোট দিতে বলা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। আমার ভোট আমার গণতান্ত্রিক অধিকার, যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেব।”