পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজৌর জেলার খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ বিস্ফোরণে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন, আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, বিস্ফোরণটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ক্রিকেট গ্রাউন্ড ধোঁয়ায় ছেয়ে যায় এবং মানুষ আতঙ্কিত হয়ে ছুটছে।
উল্লেখ্য, গত জুলাই থেকে বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সরবকাফ’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এ ধরনের হামলা তার পাল্টা প্রতিক্রিয়ার অংশ।