ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ দিনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন ভিপি পদপ্রার্থী মো. আবু সাদিক (কায়েম)।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সাথেই থেকে-চলে বেড়ে উঠেছি। জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এই সময়গুলোতে আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে যাওয়ার, আপনাদের কথা শোনার এবং আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করেছি।”
তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও সীমাবদ্ধতার কারণে অনেকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব হয়নি। এজন্য দুঃখ প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের কাছে পাওয়া পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সাদিক কায়েম বলেন, “দীর্ঘ জুলুম-শোষণ পেরিয়ে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি। আমাদের এই পথচলা এখানেই শেষ নয়। এই ক্যাম্পাস আমাদের কাছে আমানত। কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামবো না।”
ভিপি পদপ্রার্থী হিসেবে সাদিক কায়েম শিক্ষার্থীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।