ডাকসু নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ছাত্রদল নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের সিলেট মহানগরের সভাপতি ও সেক্রেটারি রাত থেকেই ঢাবি ক্যাম্পাসে অবস্থান করছেন। সকাল হওয়ার পরেও তারা ক্যাম্পাস ত্যাগ করেননি।

এমনকি সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ্যে লেখেন— “ডাকসু নির্বাচনের আগের রাতে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।”

শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের আগের রাতে যেখানে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে কিভাবে বহিরাগত নেতারা প্রবেশ করলো এবং কার সহায়তায় এ সুযোগ পেল? তাদের আশঙ্কা, ছাত্রদল কি ডাকসু নির্বাচন বানচালের উদ্দেশ্যে বা কোনো গোপন ষড়যন্ত্রের অংশ হিসেবে সারাদেশ থেকে বহিরাগত সমাবেশ ঘটাচ্ছে?
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মনে তাই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।