সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তার আগেই ভোর থেকে বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে।
মঙ্গলবার সকাল ৭টার পর থেকেই দেখা যায়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে ছাত্রী হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাসলিমা বেগম বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের জন্য আশায় ছিলাম। গত কয়েক মাসের প্রচারণা ও কার্যক্রম আমাদের আরও বেশি উৎসাহিত করেছে। তাই যোগ্য প্রার্থীকে ভোট দিতে আমি সকাল সকাল কেন্দ্রে এসেছি, যেন নিরাপদে আমার ভোট দিতে পারি।”
অন্যদিকে হাজী মুহাম্মদ মুহসিন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, “এটাই আমার জীবনের প্রথম ভোট। আমি চাই সেটি যথাযথভাবে প্রয়োগ করতে। তাই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকাল সকাল কেন্দ্রে হাজির হয়েছি।”