বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের ভাগিনা পরিচয় দিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সালমান। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত গণতন্ত্র ও তোরণ মঞ্চের গেটে এ ঘটনা ঘটে।
সরাসরি উপস্থিতরা জানান, একজন প্রার্থীর সঙ্গে এসে তিনি নিজেকে প্রার্থীর ভাগিনা পরিচয় দেন। বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে অফিসে নিয়ে যায়।
সহকারী প্রক্টর ড. মুনতাসির আলম বলেন, আটক শিক্ষার্থীকে প্রক্টর অফিসে পাঠানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বারবার চেষ্টা করেও তার মামার নাম জানা যায়নি।