ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ্ মনে করছেন, এবারের ডাকসু নির্বাচনে আশ্চর্যজনক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তার মতে, দেশের ভবিষ্যতের দায়িত্ব কারা পাবে—তারই একটি ইঙ্গিত এই নির্বাচনের মাধ্যমে পাওয়া যেতে পারে।
অধ্যাপক মাহবুব উল্লাহ্ ‘আমার দেশ’-কে বলেছেন, ডাকসু নির্বাচন রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে দেশের রাজনীতিতে ডাকসুর বিশাল প্রভাব ছিল। বিভিন্ন সময়ে ডাকসু নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা সম্ভব হয়েছে ছাত্র সংগঠনগুলোর কারণে। ডাকসুতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সাধারণত বিভিন্ন ছাত্র সংগঠনের অনুসারী হয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
তিনি বলেন, “আমার মনে হয় এবারের ডাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে পারে। কিছু অবাক করা ফলাফলও আসতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে হলে আমরা এমন ফলাফল দেখতে পাব যা কল্পনাতীত বা দেশের রাজনৈতিক বিন্যাসের সঙ্গে সরাসরি খাপ খায় না।”
মেয়ে শিক্ষার্থীদের ভোটের গুরুত্বও উল্লেখ করে তিনি বলেন, “আরেকটি বিষয় হলো, ছাত্রলীগ এখন নিষিদ্ধ। তবে এর সমর্থকরা এখনও ক্যাম্পাসে সক্রিয় এবং তারা কাকে ভোট দেবে, সেটা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে। প্রার্থী ও ছাত্র সংগঠনরা যে অ্যালায়েন্স ও সমর্থক তৈরি করেছে, তার প্রতিফলনও আমরা দেখতে পাব। আমার ধারণা, বিস্ময়কর ফলাফল আসতে পারে।”
ড. মাহবুব উল্লাহ্ পূর্বে পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন।