জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। এর ফলে আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
আদালতের এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ ফিরে এসেছে। শিক্ষার্থীরা মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নেবে।