ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, ছাত্রদল নাটক সাজাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুললেও তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আসলে তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি।”
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফরহাদ আরও বলেন, “যে কেন্দ্রেই অভিযোগ উঠছে, সেখানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এ দাবি জানাচ্ছি।”