ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। সিনেট ভবনে নির্বাচন কমিশনের কাছে ছাত্রদল মনোনীত প্যানেল লিখিত অভিযোগও দিয়েছে।
এ সময় নেতাকর্মীরা ‘ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন, মানি না মানব না’, ‘ভোট চোরদের গদিতে, আগুন জ্বালো একসাথে’সহ নানা ধরনের স্লোগান দেন। টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিনভর ভোটগ্রহণ শেষে ডাকসু নির্বাচন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাতও করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় সংগঠনটির নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল থাপরিয়ে কথা বলতে দেখা যায়।
ভিসির কাছে ছাত্রদল নির্বাচনে কারচুপি, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে সহ নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।